শিরোনাম:
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বেনাপোলে ভ্রমন কর জালিয়াতিতে সেই শামিম আবারো আটক, জালিয়াতির সরঞ্জাম জব্দ থানায় সেবা প্রত্যাশীদের ভালো আচরণের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে- নবাগত পুলিশ সুপার বেনাপোলে মাদক নির্মূলে পুলিশের অভিযান, গাঁজা সহ আটক-১ ফরিদপুরে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল ফরিদপুরে রাতের আধারে সড়কের গাছ কাটলেন আ’লীগ নেতা, জব্দ করলেন ইউএনও বোয়ালমারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শার্শার অগ্রভুলোটে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, বোমা ও গুলিবর্ষণ,আহত-২ বেনাপোলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

যশোরে যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ইমন সহ আটক-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

নিউজ ডেক্সঃ যশোর রেলগেট এলাকায় যৌথ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি রেলগেট এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইমন কাজী সহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর ও বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ৯.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের কাছে তথ্য আসে যে কোতয়ালী মডেল থানাধীন পুলেরহাট কৃষ্ণবাটি সাকিনস্থ জনৈক আলী’র বাড়ির সামনে রাস্তার উপর একাধিক মামলার আসামি রেলগেট এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইমন কাজী (২৫), তার লোকজন নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে সেখানে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বিষয়টি যথাযথ উদ্ধর্তন কর্মকর্তাগণকে অবহিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ জনাব মোঃ মঞ্জুরুল হক ভূঁইয়া এর নেতৃত্বে এসআই (নিঃ)/ মোঃ কামরুজ্জামান সহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের একটি টিম অদ্য সকাল ৯.৪৫ ঘটিকায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইমন কাজীকে আটক করতে সক্ষম হয়, এসময় তার সাথে থাকা অন্য সহযোগিরা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত আসামি ইমন কাজীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে, সে সহ তার অন্যান্য সহযোগীরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সন্ত্রাসীমূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে এবং এরই ধারাবাহিকতায় তার অন্যান্য সহযোগীরা বর্তমানে অপরাধমূলক সন্ত্রাসী কর্মকান্ড সংঘটনের জন্য কোতয়ালী মডেল থানাধীন রেলগেট তেঁতুলতলা আদর্শপাড়া সাকিনস্থ তার সহযোগী আসামি মারুফ হোসেন সাগর (২৮) এর বাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে।
বিষয়টি যথাযথ উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করলে উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মোতাবেক যৌথবাহিনীর (সেনাবাহিনী, কোতয়ালী থানা পুলিশ ও ডিবি) নেতৃত্বে রেলগেট তেঁতুলতলা আদর্শপাড়া সাকিনস্থ সাগরের বাড়ির সামনে অবস্থানকালে ডিবি পুলিশ ও যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইলের উপরে বসে থাকা কতিপয় দুষ্কৃতকারী দৌড়ে পালানোর সময় মোঃ সোহাগ শেখ (২৬) নামে একজনকে আটক করতে সক্ষম হয় এসময় ঘটনাস্থলে থাকা অজ্ঞতনামা আরো ৫/৬ দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত আসামি সোহাগ ও ইমন কাজীকে যৌথ বাহিনীর উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনাস্থল থেকে পলাতক অন্যান্য আসামিদের নাম ঠিকান প্রকাশ করে এবং তাদের স্বীকারোক্তি ও দেখানো মোতাবেক পলাতক আসামি মারুফ হোসেন সাগর(২৮) এর বসত বাড়ি তল্লাশী করে তার শয়ন কক্ষের খাটের নিচে সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে (ক)একটি গাছি দা, (খ)একটি ধারালো ছুরি,(গ) দুটি ধারালো বার্মিজ চাকু , (ঘ) পলাতক আসামিদের ফেলে যাওয়া দুটি টিভি এস এ্যাপাসি মোটর সাইকেল সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার পূর্বক জব্দ করেছে।
ধৃত আসামিদ্বয় উক্ত উদ্ধারকৃত আলামত সমূহ বিভিন্ন ধরনের অপরাধমূক কর্মকান্ড পরিচালনার জন্য পরস্পরের যোগশাজোসে পলাতক আসামি মারুফের বাড়িতে রেখেছিল মর্মে উপস্থিত সাক্ষী, যৌথ বাহিনীর সদস্য ও পুলিশের নিকট প্রাথমিকভাবে স্বীকার করে।
এই সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান বাদী হয়ে এজাহার দায়ের করলে কোঃ মঃ থানার মামলা নং-২৭/৯৯ তাং-১৪/০২/২০২৫খ্রিঃ ধারা- দি আর্মস এ্যাক্টস্ ১৮৭৮ এর ১৯(এফ) রুজু হয়। গ্ৰেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্ৰেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর তথ্য:
১। মোঃ ইমন কাজী(২৫), পিতা- কাজী খালিদ হোসেন, সাং- চাঁচড়া রায়পাড়া, থানা- কোঃ মঃ থানা, জেলা- যশোর,(তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক সহ দশটি মামলা রয়েছে),
২। মোঃ সোহাগ শেখ(২৬), পিতা-মৃত মুন্না শেখ, সাং- রেলগেট তেঁতুলতলা, থানা- কোঃ মঃ থানা, জেলা- যশোর।
উদ্ধারকৃত আলামতঃ
১। ০১(একটি) গাছি দা,
২।০১(একটি)ধারালো ছুরি,
৩।০২(দুই) টি ধারালো বার্মিজ চাকু ,
৪।পলাতক আসামিদের ফেলে যাওয়া ০২(দুই)টি টিভিএস এ্যাপাসি মোটর সাইকেল।


এই ক্যাটাগরির আরো নিউজ