চকরিয়ায় ৪০ কেজি গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

নিউজ ডেক্সঃ কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন মেধাকচ্ছপিয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

 

গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়- মোঃ মাহাফুজুর রহমান (২৬), পিতা-গোলাম মোহাম্মদ, মাতা-নুর নাহার বেগম, সাং-পূর্ব পদুয়া মাঝের দোকান (সৈয়দ পাড়া), ০৮নং ওয়ার্ড, পদুয়া ইউনিয়ন, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম।

 

র‌্যাব জানায়, র‌্যাবব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যাত্রী বেশে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য (গাজাঁ) সহ চকরিয়া সার্ভিস লিমিটেড বাসযোগে চকরিয়া হতে কক্সবাজারে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ১৩ নভেম্বর সন্ধ্যা অনুমান ১৭.৩০ ঘটিকার সময় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পার্ক অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজারগামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। উক্ত চেকপোষ্ট অভিযান চলাকালীন চকরিয়া সার্ভিস লিমিটেডের যাত্রিবাহী বাসটি (যাহার রেজিঃ নং- চট্ট-মেট্রো-ব-১১-১১৬৯) দেখে সংকেত দিলে বাসটি থামানো হয়। এ সময় র‌্যাবের আভিযানিক দল বাসটি তল্লাশীর একপর্যায়ে একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তার হেফাজতে থাকা ০২টি সাদা রংয়ের বস্তাসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা দুটি বস্তা হতে ২০ কেজি করে সর্বমোট ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাবের আভিযানিক দল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ