বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ৫০০ গ্রাম গাঁজাসহ আবু বক্কর কাজী নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃত আসামী- আবু বক্কর কাজী (৫০) সে
বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত চান্দালী কাজীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, বেনাপোল পোর্ট থানায় যোগদানের শুরু থেকে এলাকার সার্বিক পরিস্থিতি সাভাবিক রাখতে পোর্ট থানা পুলিশ নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ পোর্ট থানাধীন এলাকার পাঠবাড়ি গ্রামস্থ বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন জৈনিক জসিম উদ্দিনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ আবু বক্কর কাজী নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো নিউজ