এস এম মারুফ, নিউজ ডেক্সঃ বেনাপোল চেকপোস্ট থেকে ছেড়ে যাওয়া মেহেরাব নামে একটি পরিবহন বাস তল্লাশি করে ২৩০পিস কম্বল, ৫১পিস শাড়ি, ৩২ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল মদ সহ গাড়িটি জব্দ করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সদস্যরা।
সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে গোপালগঞ্জ যাওয়ার সময় বেনাপোল কাস্টমস হাউসের সামনে থেকে আটক করা হয়। এ সময় সুপারভাইজার আরিফ হোসেন ও ড্রাইভার হেলপার পালিয়ে যায়।
বেনাপোল বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল চেকপোস্ট থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা মেহেরাব পরিবহনে বিপুল পরিমান ভারতীয় কম্বল, শাড়ি, ফেন্সিডিল ও মদ পাচার হয়ে যশোরের দিকে যাচ্ছে।
এমন সংবাদে বেনাপোল ক্যাম্পের বিশেষ টহল হাবিলদার মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে বেনাপোল কাস্টমস হাউসের সামনে থেকে গাড়িটি আটক করেন। পরে গাড়ি তল্লাশি করে ডলফিন কম্বল ২৩০ পিস, শাড়ি ৫১ পিস, ফেন্সিডিল ৩২ বোতল ও মদ ৪বোতল পাওয়া যায়।
এদিকে এলাকার অনেক পরিবহন স্টাফরা জানান, মেহেরাব পরিবহনে সুপারভাইজার আরিফ হোসেন দীর্ঘদিন যাবত পরিবহন ব্যবসার আড়ালে মাদকদ্রব্য ও চোরাচালানী পন্য বহন করে থাকেন। আজ মাদকদ্রব্য ও চোরাচালানী পন্য বিজিবির হাতে আটক হওয়ার সাথে সাথে সে পালিয়ে যায়।