বেনাপোলে ক্যান্সার রোগীর টাকা ছিনতাই মামলায় দুই প্রতারক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ যশোরের বেনাপোল দিয়ে ভারতে চিকিৎসা নিতে যাওয়া পাসপোর্টধারী এক ক্যান্সার রোগীর টাকা ছিনতাইয়ের ঘটনায় চিহ্নিত দুই প্রতারককে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামী- বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামের লোকমান সিকদারের ছেলে শিমুল শিকদার (২৩) ও একই থানাধীন নামাজগ্রামের আজগর আলীর ছেলে মিলন হোসেন (৪০)।
থানা পুলিশ জানায়, বুধবার (৩০ অক্টোবর) বিকালে ভারতগামী ক্যান্সার রোগীর স্বজনের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করেছে স্থানীয় দুই চাঁদাবাজ। এঘটনায় ভুক্তভোগী পাসপোর্ট যাত্রী পুলিশের সহযোগিতা পেতে বেনাপোল পোর্ট থানায় আসে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া’র নির্দেশে তৎক্ষনাৎ অভিযান চালিয়ে চিহ্নিত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, অভিযোগ পেয়ে তৎক্ষনাৎ অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। একইসাথে অত্র এলাকায় চাঁদাবাজ, প্রতারক চক্র নির্মূলে এধরণের অভিযোগ চলমান থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ