বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ মাদক সহ আটক-৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

এস এম মারুফ, নিউজ ডেক্সঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর সীমান্ত এলাকায় যৌথ মাদক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬২ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও রেপিড এাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

আটকৃত আসামী- বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামের আঃ রহিমের ছেলে জসিম (৩৮), একই গ্রামের জাকির হোসেনের ছেলে সাগর (৩৫) এবং পোর্ট থানাধীন দূর্গাপুর গ্রামের আঃ মমিনের ছেলে ইমরান (২৯)।
বিজিবি’র লিখিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শুক্রবার (২৫ অক্টোবর) সকালে সাড়ে ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে যশোর (৪৯ বিজিবি) এবং র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের টহলদল কর্তৃক বেনাপোল পোর্ট থানাধীন মেইন পিলার ২৬/৪-এস হতে ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে যশোর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক, ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেল এবং বিজিবি‘র কোম্পানী কমান্ডার সুবেদার নিতিশ চন্দ্র এর নেতৃত্বে বাহাদুরপুর গ্রামস্থ সাগরের বাড়ি তল্লাশিকালে ঘরের মধ্য হতে ভারতীয় ৬২ কেজি গাঁজা উদ্ধারসহ ০৩ জনকে আটক করা হয়।
আটককৃত গাঁজাসহ আসামীদেরকে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ