এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ যশোরের বেনাপোল দিয়ে চিকিৎসা নিতে যাওয়া ভারতগামী পাসপোর্ট যাত্রীর কাছ থেকে প্রতারক চক্রের ৫০ হাজার টাকা চাঁদাবাজির ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুইজন চাঁদাবাজকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামি- বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে মোঃ সাগর (২৭) ও একই থানাধীন নামাজগ্রামের গোলাম মোড়ল এর ছেলে ইবাদত হোসেন(৪৫)।
মামলার বাদি বাগেরহাটের সদর থানাধীন চরগ্রামের মোঃ খাদেম রুহুল আমিন(৪৫) জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার সময় শ্যালক মাহফুজ খান(৩৬) এর ক্যান্সার চিকিৎসার জন্য ভারতে যাবারকালে বেনাপোল চেকপোস্ট এলাকার বিরানী হাউজ এর দক্ষিন পাশে নিরিবিলি স্হানে নিয়ে চাঁদাবাজ সাগর ও ইবাদত ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাসেল মিয়া জানান, ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে নিয়মিত মামলা রুজু পূবক তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত ঘটনায় বাদীর অভিযোগ সাপেক্ষে এজাহার নামীয় ৫ জন এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
নবাগত ওসি’র এমন অভিযানে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফিরে পেয়েছে ভারতগামী পাসপোর্ট যাত্রীরা। একই সাথে সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় সাধারণ মানুষ।