বেনাপোল চাত্রের বিল হতে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন চাত্রের বিলের মাছের ঘের থেকে অহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
মৃত অহিদুল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন ছোটআঁচড়া পূর্ব পাড়া এলাকার নিছার আলী খোকনের ছেলে। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে চাত্রের বিলের আক্তার মাহমুদ বাবলু’র মাছের ঘের থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল গিয়ে জানা যায়, গতকাল ১০ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন অহিদুল। সে বাবলু’র মাছের ঘেরে গার্ডের কাজ করতো।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া জানান, দুপুরে ঘেরের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে অহিদুল ইসলাম নামের ঐ মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যাক্তি’র পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি।
লাশের ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।


এই ক্যাটাগরির আরো নিউজ