শিরোনাম:
ডিবি পুলিশের হাতে জামায়াত নেতা’কে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি শাহিন ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে যুবদল নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা স্থাপনা নির্মাণ বেনাপোলে কম্বল, শাড়ি, ফেন্সিডিল ও মদ সহ মেহেরাব পরিবহন জব্দ  সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা বিক্রমপুর প্রেসক্লাবের কমিটি গঠন

যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

নিউজ ডেক্সঃ কক্সবাজারের টেকনাফ থানাধীন কাটাবুনিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিন সশস্ত্র সন্ত্রাসীকে যৌথ বাহিনী (র‌্যাব, কোস্ট গার্ড এবং পুলিশের সমন্বয়ে) গ্রেফতার করেছে।

 

বৃহষ্পতিবার (১০ অক্টোবর) কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নস্থ কাটাবুনিয়া এলাকায় যৌথ অভিযান (র‌্যাব-১৫, কোস্ট গার্ড এবং পুলিশের সমন্বয়ে) পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় সন্ত্রাসী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে বর্ণিত এলাকায় জড়ো হয়ে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের আলোকে ঐদিন ভোরে যৌথ বাহিনী সেখানে অভিযান চালালে আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে অভিযান এলাকা ও আটককৃত ব্যক্তিদের তল্লাশী করে সর্বমোট ৩টি তলোয়ার, ২টি রামদা, ৫টি চাপাতি এবং ১৩টি কিরিছ উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত সন্ত্রাসীদের বিস্তারিত পরিচয়

১) মনির আহমদ (৫২), পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা-সখিনা খাতুন।

২) মোঃ জিয়াউল ইসলাম (২৭), পিতা-মৃত আনু মিয়া, মাতা-সুবিনা খাতুন।

৩) মোঃ সোহেল (২৫), পিতা-মৃত মোহাম্মদ আমির।

সর্বসাং-কাটাবনিয়া, ওয়ার্ড নং- ০৩, ইউনিয়ন-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

 

গ্রেফতারকৃত সশস্ত্র সন্ত্রাসীরা টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার সংঘবদ্ধ একটি অপরাধী চক্র। তারা সাধারণ মানুষকে জিম্মি করে জমি জবর দখল, লটুতরাজ, মাদক কারবার এবং চোরাচালানসহ নানা অপরাধের সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় এজাহার দাখিল করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ