আব্দুল মুকাদ্দিম এর নেতৃত্বাধীন রাজনৈতিক দল এনডিপি’র নাম পরিবর্তন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

এম রাসেল সরকার: এনডিপির ঢাকা কালভার্ট রোডস্থ স্থায়ী কার্যালয় অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভা আজ ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।

সভায় এনডিপি’র একই নাম ব্যবহার করে আরও বিভিন্ন সংগঠন রাষ্ট্র ও সমাজ বিরোধী কার্যক্রম সংঘটিত করছে, যা জনগণের মাঝে নেতিবাচক প্রভাব পড়ছে। এমতাবস্থায় সংগঠনের নাম পরিবর্তনের প্রস্তাব আসলে উপস্থিত সবাই নাম পরিবর্তনে সম্মতি প্রকাশ করে।

নতুন নাম প্রস্তাব আসলে তার মধ্য থেকে বিএনডিপি (বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি) নামের বিষয় সবাই সম্মতি জ্ঞাপন করে। সকলের সম্মতিতে দলের পরবর্তীত নাম বিএনডিপি বিষয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি এবং নিষ্ক্রিয় নেতা কর্মীদের সক্রিয় করার উদ্যোগ গ্রহণ, অযোগ্য নেতাকর্মীদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। নেতৃবৃন্দ দেশের আইন-শৃঙ্খলা অবনতিতে শঙ্কা প্রকাশ করেন। এছাড়া অবিলম্বে চট্টগ্রাম বন্দরের সকল অনিয়ম, দুর্নীতিবাজ দালালদের দৌরাত্ম বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। বন্দর নিয়ে ছিনিমিনি খেললে, এনডিপি বৃহৎকর্ম সূচি দিতে বাধ্য থাকবে বলে জানান এনডিপির চেয়ারম্যান আব্দুল মুকাদ্দিম।

যুগ্ন মহাসচিব হাবিবের পরিচালনায় বৈঠকে আরো ছিলেন , প্রেসিডিয়াম সদস্য লিটন খন্দকার, প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মুনকাসির, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহমুদ, যুগ্ম মহাসচিব আবুল খায়ের, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন (B. N)অবসরপ্রাপ্ত,সাংগঠনিক সম্পাদক বেলারুশ মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদিকা মিতা নন্দী, দপ্তর সম্পাদক পলাশ আহমেদ, রাজু, লাভলু, জান্নাত, জোবায়ের, প্রমুখ।


এই ক্যাটাগরির আরো নিউজ