বেনাপোলে বিজিবি’র অভিযানে ১৭ হাজার জাল নোট সহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

এস এম মারুফ, নিউজ ডেক্সঃ যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা আমড়াখালি চেকপোস্ট থেকে ১৭,০০০ (সতের হাজার) টাকার জালনোট সহ আলমগীর ও সাব্বির নামে দুইজন জাল টাকা বহনকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আমড়াখালি চেকপোস্টের মেইন রোডের উপর থেকে মটরসাইকেল সহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। আটক আলমগীর বেনাপোল পাটবাড়ী গ্রামের আবু বক্কার এর ছেলে ও সাব্বির একই গ্রামের নাসির উদ্দিন এর ছেলে।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে আমড়াখালী চেকপোস্টে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ১৮৩০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আমড়াখালী চেকপোস্টের টহলদল কর্তৃক চেকপোস্টের সামনে দিয়ে বেনাপোল হতে শার্শাগামী ০১ টি মোটরসাইকেল তল্লাশি করে ব্যাগের মধ্য হতে ১৭০০০/ (সতের হাজার) টাকার জালনোটসহ ০২ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী নাগরিক এবং তারা জাল টাকার ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করে। এছাড়াও জালনোট ব্যবসায় ব্যবহৃত ০২ টি মোবাইল ও মোটরসাইকেল আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ১,৯৮,৫০০/- (এক লক্ষ আটানব্বই হাজার পাঁচশত) টাকা। আটককৃত জালনোটসহ আসামীদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ