সাবেক যুবদল নেতার লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

এম রাসেল সরকার: নারায়ণগঞ্জে আনোয়ার হোসেন আনু নামে সাবেক এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) রাতে  শহরের মাসদাইর এলাকার একটি ফ্ল্যাট বাসার লিফটের ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হোসেন আনু নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের ছোট ভাই।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন মোল্লা গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


এই ক্যাটাগরির আরো নিউজ