শিরোনাম:
ডিবি পুলিশের হাতে জামায়াত নেতা’কে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি শাহিন ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে যুবদল নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা স্থাপনা নির্মাণ বেনাপোলে কম্বল, শাড়ি, ফেন্সিডিল ও মদ সহ মেহেরাব পরিবহন জব্দ  সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা বিক্রমপুর প্রেসক্লাবের কমিটি গঠন

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করা সেই বিশ্বজিৎ থানায়, ওসির অস্বীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করা সেই বিশ্বজিৎ কে থানায় আনা হয়েছে। তবে ওসি তাকে আটকের কথা অস্বীকার করে এড়িয়ে যায়।

সোমবার ( ১লা জুলাই) সকালে সেই বিশ্বজিতকে থানায় জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। পরে একটি রুমে তাকে বন্ধী করে রাখা হয় এবং থানার ভিতর থেকে বিশ্বজিতের ছবি তোলা হয়। তবে পুলিশের একটি সূত্র জানায়, তাকে থানায় আনা হয়েছে তবে তদন্ত স্বার্থে এখনই সবকিছু বলা যাচ্ছেনা।

বিশ্বজিতের ফেইসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করে ফেইসবুক পোস্টে কমেন্ট এর প্রতি উত্তরে লিখেন, “যেই দেশে মোহাম্মদ নবী জন্ম নিছেন সেই দেশ ভালো হবে কিভাবে, শয়তান যেখানে জন্ম নেয় ঐ শয়তানের চামচা যারা তারা খারাপ হবে এটাই স্বাভাবিক।

রোববার দুপুরে তাঁর এই কটূক্তির প্রতিবাদে বিশ্বজিৎ সরকারকে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে উপজেলার চান্দের বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন ধর্মপ্রাণ মুসলমান, মসজিদের ইমাম এবং আলেম-ওলামা গন ।

বিক্ষোভ মিছিলে তারা বলেন, আমরা মুসলমান আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে  বিশ্বজিৎ সরকার যে কটুক্তি ভাষা ফেসবুকে লিখেছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বিশ্বজিৎ সরকারকে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। আমরা শাহাদাতের তামান্না নিয়ে কাফনের কাপড় পরে শরীরের তাজা রক্ত দিয়ে বিশ্বজিৎ সরকার কে  প্রতিহত করতে দ্বিধা করতাম না।

বিশ্বজিতকে আটকের ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, বিশ্বজিতকে এখনো আটক করা হয়নি। থানায় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন তাকে থানায় আনা হয়নি। যদি কেউ তথ্য দিয়ে থাকে তার রেফারেন্স দিয়ে লিখেন। কিন্তু আমার কাছে তথ্য এতটুকুই। থানার ভিতরে থাকা অবস্থায় বিশ্বজিতের ছবি সাংবাদিকদের হাতে আছে বলার পরেও ওসি বলেন এই তথ্য সঠিক নয়।


এই ক্যাটাগরির আরো নিউজ