শিরোনাম:
ডিবি পুলিশের হাতে জামায়াত নেতা’কে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি শাহিন ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে যুবদল নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা স্থাপনা নির্মাণ বেনাপোলে কম্বল, শাড়ি, ফেন্সিডিল ও মদ সহ মেহেরাব পরিবহন জব্দ  সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা বিক্রমপুর প্রেসক্লাবের কমিটি গঠন

ফরিদপুরে বিপুল ভোটে আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত এমএম মোশাররফ হোসেন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৭ জুন, ২০২৪

এমএম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি  ৮ হাজার ৮৮১ ভোট বেশি পেয়ে টানা চতুর্থবার  নির্বাচিত হয়েছেন। এখানে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রথমবার নির্বাচন করেই বিজয়ী হয়েছেন এম এম শফিউল্লাহ সাফি এবং মোছাম্মত শাহানাজ বেগম। শফিউল্লাহ  ২ হাজার ৭৮৪ ও শাহানাজ বেগম ১ হাজার ৪৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা যায়, চেয়ারম্যান পদে মুশা মিয়া দোয়াত-কলম প্রতীক নিয়ে ৪৩ হাজার ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু পেয়েছেন ৩৪ হাজার ৩৫৫ ভোট। ভোটের ব্যবধান ৮ হাজার ৮৮১।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ নেতা এম এম শফিউল্লাহ শাফি। তিনি চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাহাদুল আক্তার তপন (উড়োজাহাজ) পেয়েছেন ৩৬ হাজার ১৩৩ ভোট। ভোটের ব্যবধান ২ হাজার ৭৮৪। এদিকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১ হাজার ৪৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন মোছা. শাহানাজ বেগম (ফুটবল)। তিনি পেয়েছেন ২৪ হাজার ১৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিকা রানী রাজবংশী (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ২৩ হাজার ১৪৪ ভোট।
এ উপজেলায় মোট চারজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এমএম মোশাররফ হোসেন, শরীফ সেলিমুজ্জামান লিটু, লিটন মৃধা ও সৈয়দ রাসেল রেজা,
নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক হয়েছে বলে জানান এলাকার সাধারণ বাসিন্দারা।


এই ক্যাটাগরির আরো নিউজ