শিরোনাম:
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বেনাপোলে ভ্রমন কর জালিয়াতিতে সেই শামিম আবারো আটক, জালিয়াতির সরঞ্জাম জব্দ থানায় সেবা প্রত্যাশীদের ভালো আচরণের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে- নবাগত পুলিশ সুপার বেনাপোলে মাদক নির্মূলে পুলিশের অভিযান, গাঁজা সহ আটক-১ ফরিদপুরে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল ফরিদপুরে রাতের আধারে সড়কের গাছ কাটলেন আ’লীগ নেতা, জব্দ করলেন ইউএনও বোয়ালমারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শার্শার অগ্রভুলোটে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, বোমা ও গুলিবর্ষণ,আহত-২ বেনাপোলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

ফরিদপুরে বালু ব্যবসায়ীকে পিটিয়ে জখমের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে এক বালু ব্যবসায়ীকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে ভয়ভীতি দেখিয়ে একশ টাকার তিনটি অলিখিত (ফাঁকা) স্ট্যাম্পে সই নেয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বালু ব্যবসায়ী বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের রোকমান হোসেনের ছেলে মো. রবিউল ইসলাম একই উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচরের বালুমহালে বালুর ঠিকাদারি করেন। পাশের সাতৈর ইউনিয়নের মোহাম্মদ ফরহাদ শেখের ছেলে মেহেদী হাসান, মো. আবু বকর, ইসমাইল বিশ্বাসের ছেলে রাকিব বিশ্বাস, মোহাম্মদ ফরহাদ শেখ, মাযহারুলসহ অজ্ঞাতনামা ২/৩ জন মাঝে মধ্যেই রবিউল ইসলামের নিকট টাকা চাইত। গত রবিবার (১৯ মে) দুপুর ২টার দিকে নিজ প্রাইভেটকারে উপজেলার রতনদিয়া বাজারে যাওয়ার সময় ওই আসামীরা গাড়ির গতিরোধ করে লোহার রড, হাতুড়ি দিয়ে রবিউলকে পিটিয়ে জখম করে। এ সময় আসামীরা রবিউল ইসলামের পকেটে থাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে আসামীরা রবিউলকে জোর করে মোটরসাইকেলে করে সাতৈর বাজারের জনৈক নাসির মিয়ার গোডাউনে নিয়ে যায়। সেখানে চাপাতি দিয়ে রবিউলের পায়ে কুপিয়ে জখমের পর ভয়ভীতি দেখিয়ে আসামীরা একশ টাকার তিনটি অলিখিত (ফাঁকা) স্ট্যাম্পে সই নিয়ে ছেড়ে দেয়। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রবিউল ইসলাম বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মেহেদী হাসান নামে একজনকে আটক করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ