শিরোনাম:
যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতের বৌদ্ধ তীর্থে গেছেন ৭০ জন তীর্থযাত্রী বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে পিস্তলসহ যুবক আটক “গোলাম মোস্তফা মডেল স্কুল এন্ড কলেজে” ভর্তি চলছে! বেনাপোল মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

শার্শায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ সোহারাব হোসেনের সাথে উপজেলা সাংবাদিকদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার সময় উপজেলার নাভারণ হক কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহরাব হোসেন।
এসময় চেয়ারম্যান প্রার্থী মোঃ সোহরাব হোসেন বলেন, আমি দীর্ঘ ১০ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। এই ১০ বছরে সব সময় ইউনিয়নবাসীর সেবাদানে নিজেকে নিয়জিত রেখেছি। মানুষের সমস্যার কথা শুনে এগিয়ে এসেছি। আপনারা আমার মুখের কথায় নয়, আমার ইউনিয়নবাসীদের জিঞ্জাসা করলে তা বুঝতে পারবেন। এবার আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়ে এই উপজেলার উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।
তিনি সাংবাদিকের উদ্দেশ্যে বলেন, সাংবাদিক দেশের চতুর্থ স্তম্ভ। সমাজের আয়না। সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশের নানামুখি অন্যায় অপরাধ প্রকাশ পায়। তা আবার রাষ্ট্রের আইনপ্রনেতারা গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা অংশ এই সাংবাদিক সমাজ। তাই আমি যদি উপজেলা চেয়ারম্যান হতে পারি, তাহলে আপনারা এই উপজেলার উন্নয়নে আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করবেন বলে আমি আসা করি।
এসময় আরো বক্তব্য রাখেন, দৈনিক সরেজমিন পত্রিকার বেনাপোল প্রতিনিধি মাহমুদুল হাসান, ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক রাসেল হোসেন, ফারুক হোসেন, নাভারণ প্রেসক্লাবের সহ সভাপতি রুহুল কুদ্দুস, হাসানুজ্জামান নয়ন, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী, একতা প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান অহিদ, দৈনিক সমকালের বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমান, আবুল হোসেন, যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রমুখ।


এই ক্যাটাগরির আরো নিউজ