এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ আগামী ২১মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের শার্শায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মিলে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারিরা হলেন, আব্দুল মান্নান মিন্নু, ওহিদুজ্জামান ওহিদ, অধ্যক্ষ ইব্রাহীম খলিল, ও সোহারাব হোসেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারিরা হলেন- শাহরিন আলম বাদল, আব্দুর রহিম সরদার, তরিকুল ইসলাম মিলন ও শহিদুল ইসলাম মন্টু।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারিরা হলেন- আলেয়া ফেরদৌস, নাজমুন্নাহার, শামিমা আলম সালমা।
এ উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ১০২টি, ভোট কক্ষ ৬৬১টি এবং ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৬৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন, নারী ভোটার রয়েছে ১ লাখ ৪৭ হাজার ১১৪ জন।
তফসিল অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাচাই করা হবে। বাছাইয়ের বিরুদ্ধে আফিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতিক বরাদ্দ ২মে। এ ধাপের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।