শিরোনাম:
যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতের বৌদ্ধ তীর্থে গেছেন ৭০ জন তীর্থযাত্রী বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে পিস্তলসহ যুবক আটক “গোলাম মোস্তফা মডেল স্কুল এন্ড কলেজে” ভর্তি চলছে! বেনাপোল মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১১ প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ আগামী ২১মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের শার্শায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মিলে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারিরা হলেন, আব্দুল মান্নান মিন্নু, ওহিদুজ্জামান ওহিদ, অধ্যক্ষ ইব্রাহীম খলিল, ও সোহারাব হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারিরা হলেন- শাহরিন আলম বাদল, আব্দুর রহিম সরদার, তরিকুল ইসলাম মিলন ও শহিদুল ইসলাম মন্টু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারিরা হলেন- আলেয়া ফেরদৌস, নাজমুন্নাহার, শামিমা আলম সালমা।

এ উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ১০২টি, ভোট কক্ষ ৬৬১টি এবং ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৬৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন, নারী ভোটার রয়েছে ১ লাখ ৪৭ হাজার ১১৪ জন।

তফসিল অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাচাই করা হবে। বাছাইয়ের বিরুদ্ধে আফিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতিক বরাদ্দ ২মে। এ ধাপের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।


এই ক্যাটাগরির আরো নিউজ