শিরোনাম:
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বেনাপোলে ভ্রমন কর জালিয়াতিতে সেই শামিম আবারো আটক, জালিয়াতির সরঞ্জাম জব্দ থানায় সেবা প্রত্যাশীদের ভালো আচরণের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে- নবাগত পুলিশ সুপার বেনাপোলে মাদক নির্মূলে পুলিশের অভিযান, গাঁজা সহ আটক-১ ফরিদপুরে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল ফরিদপুরে রাতের আধারে সড়কের গাছ কাটলেন আ’লীগ নেতা, জব্দ করলেন ইউএনও বোয়ালমারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শার্শার অগ্রভুলোটে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, বোমা ও গুলিবর্ষণ,আহত-২ বেনাপোলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

বেনাপোলে পাচারকারীর পায়ূপথ থেকে ৭০ লাখ টাকার স্বর্ণেরবার জব্দ, পাচারকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় পাচারকারী মনোরউদ্দিনের পায়ূপথে পাওয়া গেল ৬টি স্বর্নেরবার। এ সময় পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃত পাচারকারী মনোরউদ্দিন বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে দশটার দিকে স্থানীয় মসজিদবাড়ী বিজিবি চেকপোষ্টের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা।

বিজিবি জানান, গোপন একটি তথ্যের ভিত্তিতে জানতে পারি আজ রাত সাড়ে ১০ টার দিকে পাচারকারীরা স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ১৭ এর ৭ এস এর ১৬৮ আর পিলার হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদবাড়ি বিজিবি চেকপোষ্ট এলাকায় গোপন অবস্থানে থাকে। ওই স্বর্ন পাচারকারী একটি ইজিবাইকে করে স্বর্ণের চালানটি ভারতে পাচার উদ্দেশে সীমান্তের দিকে যাচ্ছিল তখন মনোরউদ্দিনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। প্রথমে তার শরীর তল্লাশি করে কোন স্বর্ন পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার পায়ূপথে স্বর্ণেরবারগুলো রয়েছে। এ সময় তাকে আটক করে বেনাপোল বাজারে রজনী ক্লিনিকে শরীর স্ক্যানিং করে পায়ূপথে ৬ পিস স্বর্ণের বারের অস্তিত্ব পাওয়া যায় এবং তা উদ্ধার করা হয়। যার ওজন ৭০০ গ্রাম। এবং সিজার মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার স্বর্নসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ