এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোর কোতয়ালী মডেল থানাধীন যশোর পৌরসভার ৬নং ওয়ার্ডের রায়পাড়া সাকিনের সরকারী রেলস্টেশন পুকুরের দক্ষিণ পার্শ্বে সুমনের দোকানের পিছনে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে ৯ ডাকাতকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃত আসামী- (১) কপিল চন্দ্র সাহা চয়ন (২৯), পিতা-কুমারেশ সাহা, সাং-বারান্দিনাথপাড়া মন্দিরের সামনে, (২) ইমন মোল্লা (১৯), পিতা-টুলু মোল্লা, সাং- আনছার ক্যাম্প বেজপাড়া, (৩) অয়ন (১৯), পিতা- মাসুম শেখ, সাং- শংকরপুর গোলপাতা মসজিদ, (৪) মুন্না ইসলাম সাগর (২১), পিতা-রবিউল ইসলাম, সাং-বারান্দি কদমতলা, (৫) আমিন (৪৪), পিতা-মৃত, জাফর হালদার, সাং-বারান্দিপাড়া কদমতলা, জনৈক নাজিরের বাড়ীর ভাড়াটিয়া, (৬) হাসিবুর রহমান রাতুল (১৯), পিতা- হাফিজুর রহমান হ্যাপি, সাং- মুরলী জোড়া মন্দির, (৭) রাফিদুল ইসলাম রোহান (১৯), পিতা- মৃত শরীফুল ইসলাম, সাহ-গোলামপট্টি কাজীপাড়া, সর্বথানা- কোতয়ালী, (৮) নয়ন শেখ (১৯), পিতা- নাহিদ শেখ, সাং- শিকারপুর, থানা-শার্শা, (৯) রিফাতুল ইসলাম নিভা(১৯), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-উজ্জলপুর বাকরা, থানা-ঝিকরগাছা, A/P- গোলামপট্টি কাজীপাড়া বাদলের বাড়ী, থানা-কোতয়ালী মডেল, সর্বজেলা- যশোর।
শনিবার (২ মার্চ) জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই মোঃ নুর ইসলাম ও এসআই মোঃ শামীম হোসেন এর সমন্বয়ে গঠিত বিষেশ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর কোতয়ালী মডেল থানাধীন যশোর পৌরসভার ৬নং ওয়ার্ডের রায়পাড়া সাকিনের সরকারী রেলস্টেশন পুকুরের দক্ষিণ পার্শ্বে সুমনের দোকানের পিছনে একদল ডাকাত কোতয়ালী থানা এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হইয়াছে। উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই মোঃ নুর ইসলাম, সংগীয় এসআই মোঃ শামীম হোসেন, এসআই শফি আহমেদ রিয়েল, এসআই মোঃ সাদ্দাম হোসেন, এএসআই সৈয়দ শাহিন ফরহাদ, এএসআই রঞ্জন কুমার বসু, কং/১০০০ মোঃ আব্দুল বাতেন অন্যান্য সঙ্গীয় ফোর্সসহ সুমনের দোকানের পিছন হইতে ৯ জন আসামীকে গ্রেফতার করেন ও কয়েকজন আসামী দৌড়ে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হইতে ৩টি বার্মিজ টিপ চাকু, ৪টি গাছি দা, ১টি চাপট, ১টি রাম দা, ১টি সাবল, ১টি সেলাই রেঞ্জ জব্দ করেন।
এই ঘটনা সংক্রান্তে এসআই মোঃ নুর ইসলাম, ডিবি, যশোর বাদী হয়ে এজাহার দিলে যশোর কোতয়ালী মডেল থানায় ২টি পৃথক পৃথক মামলা রুজু হয়।