জেলগেট এলাকা হতে ১২ হাজার ৪শ পিস ইয়াবাসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজার সদর থানার জেলগেট এলাকা হতে অভিনব কৌশলে মোটর সাইকেলের চাকার ভিতরে ইয়াবা পাচারকালে ১২,৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আটককৃত আসামী- মোঃ হেলাল (৩৪), পিতা-মৃত এজাহার মিয়া, সাং-মৌলভী পাড়া (মসজিদ সংলগ্ন), ০৬নং ওয়ার্ড, জোয়ারিয়ানালা ইউনিয়ন, থানা-রামু, জেলা-কক্সবাজার, এ/পি- দক্ষিণ কলাতলী, ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।

র‌্যাব জানায়, আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি Hornet মোটর সাইকেল আরোহী মাদকদ্রব্যসহ টেকনাফ থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত (১৩ ফেব্রুয়ারী)অনুমান ২২.০০ ঘটিকায় র‌্যাব-১৫, ব্যাটালিয়নের সদরে চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ০১নং ওয়ার্ডস্থ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে এম আলি টায়ার হাউস এর সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপনপূর্বক তল্লাশী অভিযান পরিচালনা করে। এ সময় একটি Hornet মোটর সাইকেল আরোহী র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টাকালে হেলালকে গ্রেফতার করে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে, তার সাথে থাকা মোটর সাইকেলের চাকার ভিতর বিশেষ কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রক্ষিত আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও মোটর সাইকেল তল্লাশী করে সর্বমোট ১২,৪০০ (বার হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত রেজিষ্টেশন বিহীন ১৫০ সিসি কালো রংয়ের Hornet মোটর সাইকেলটি জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ