শিরোনাম:
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বেনাপোলে ভ্রমন কর জালিয়াতিতে সেই শামিম আবারো আটক, জালিয়াতির সরঞ্জাম জব্দ থানায় সেবা প্রত্যাশীদের ভালো আচরণের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে- নবাগত পুলিশ সুপার বেনাপোলে মাদক নির্মূলে পুলিশের অভিযান, গাঁজা সহ আটক-১ ফরিদপুরে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল ফরিদপুরে রাতের আধারে সড়কের গাছ কাটলেন আ’লীগ নেতা, জব্দ করলেন ইউএনও বোয়ালমারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শার্শার অগ্রভুলোটে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, বোমা ও গুলিবর্ষণ,আহত-২ বেনাপোলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

বেনাপোলে পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৬ জন গ্রেফতারী পরোয়ানাভূক্ত, ১ জন নিয়মিত মামলার আসামী ও মাদকসহ ৯ জন আসামীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। 
বুধবার (৭ ফেব্রুয়ারী) দিনভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামি- বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ শওকত আলী, পোড়াবাড়ি নারায়ণপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩৮), একই গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মোঃ আলমগীর হোসেন (৪২), গয়ড়া গ্রামের শরিফুল ইসলাম (ডাক্তার) এর ছেলে মোঃ রাকিব (২৩), বৃত্তি আঁচড়া গ্রামের মৃত আঃ রউব মোল্লার ছেলে ড্রাইভার মোঃ মনিরুজ্জামান (২৮), কৃষ্ণপুর গ্রামের আজবাহার মোড়লের ছেলে মোঃ বিপ্লব।
একইদিনে পোর্ট থানা পুলিশ পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামস্থ বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল এর সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আশিকুর রহমান (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। সে বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে। এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়াও নিয়মিত মামলায় শার্শা থানাধীন সাতমাইল তেঁতুল তলা গ্রামের বাবুল হোসেনের ছেলে বর্তমান বেনাপোল পোর্ট থানাধীন ভবের বেড় জনৈক হাসান এর বাড়ীর ভাড়াটিয়া মোঃ মহরমকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ০৭ জন আসামী যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অবশিষ্ট ০২ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন আছে।
তিনি আরও বলেন, এলাকায় সুস্থ পরিবেশ ও মাদকমুক্ত রাখতে বেনাপোল পোর্ট থানা পুলিশ সর্বদা সজাগ। একইসাথে এলাকার নানামুখি অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো নিউজ