শিরোনাম:
ডিবি পুলিশের হাতে জামায়াত নেতা’কে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি শাহিন ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে যুবদল নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা স্থাপনা নির্মাণ বেনাপোলে কম্বল, শাড়ি, ফেন্সিডিল ও মদ সহ মেহেরাব পরিবহন জব্দ  সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা বিক্রমপুর প্রেসক্লাবের কমিটি গঠন

দেবিদ্বারে নৌকার পক্ষে কাজ করায় স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসীদের হাতে নারী নির্যাতিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

কুমিল্লা (দেবিদ্বার): গত মঙ্গলবার (১ফেব্রুয়ারি ২০২৪) দেবিদ্বারে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সন্ত্রাসীরা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের মহিলা আয়শা আক্তার মুক্তাকে নৌকার পক্ষে কাজ করার সুবাদে মারধর করে রক্তাক্ত করেছেন।

আয়শা আক্তার মুক্তা অত্র উপজেলার পরাজিত নৌকার প্রার্থী রাজী মো, ফখরুলের পক্ষে কাজ করার সুবাদে মঙ্গলবার বিকালে উপজেলা গেটের সামনে স্বতন্ত্র ঈগল প্রতীকের সমর্থক সন্ত্রাসীরা এই হামলা চালায়।

ক্ষতিগ্রস্ত নির্যাতিত আয়েশার সাথে কথা বলে জানা যায় যে, সে বাসা থেকে উপজেলা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন, এমন সময় উপজেলার ভিতর অবস্থানরত স্বতন্ত্র এমপির প্রোগ্রাম থেকে এসে এই হামলা চালায়। তখন রাস্তার উপরে আশেপাশে লোকজন এসে আমাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, এখানে প্রাথমিক চিকিৎসার পর কুমিল্লা মেডিকেলে হসপিটালে প্রেরণ করা হয়।

তিনি জানান, নির্বাচনের পর থেকেই বিভিন্নভাবে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিলো। নির্যাতিত পরিবার দেবিদ্বার থানায় অবগত করেন ওসি (নয়ন মিয়া)

তিনি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আমরা নৌকাকে ভালবাসি, আমরা নৌকার পরিবারের লোক, আজকে নৌকার পক্ষে কাজ করায় কুমিল্লার দেবিদ্বারের প্রতিটি ইউনিয়নের মানুষ লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। তাদের হাত থেকে আমার মত নারীও রেহাই পাচ্ছেনা। আমি এর বিচার চাই।


এই ক্যাটাগরির আরো নিউজ