বেনাপোলে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দসহ আকবর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
সোমবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার সময় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামি মোঃ আকবর হোসেন (৩৫) সে যশোরের শার্শা থানাধীন হরিশ্চন্দ্র পুর গ্রামের মোঃ ফকির আহমেদের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার ভক্ত জানান, মাদকের বিরোধী নিয়মিত অভিযানে আজ রাতে সীমান্তের বারোপোতা গ্রামস্থ বাজার জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ আকবর নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এবিষয়ে বেনাপোল থানায় মাদক মামলা তালিকাভুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক রোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত যেই হোক না কেন, কোন ছাড় নয়। বরং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ