বিশেষ প্রতিনিধিঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাত ১০টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ফজলে মাতব্বরের (৬০) মৃত্যু হয়। নিহতের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাওলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, পল্লীপাড়া গ্রামে আপন চাচাতো ভাই ফজলে মাতব্বর ও তৈয়ব আলী মাতব্বরের মধ্যে একখন্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমিতে ফজলে মাতব্বর কয়েকটি ছবেদা ফলের গাছ লাগাতে গেলে তখন তৈয়ব মাতব্বর গাছ লাগাতে বাধা দেয়। এসময় থেকে দুই চাচাতো ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পরবর্তীতে এ ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে এবং ভাঙ্গা থানায় কয়েক দফা সালিশ বৈঠক হলেও ফজলে মাতব্বর সালিশের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন। এর পর গতকাল শুক্রবার রাত ৯টার সময় সংঘর্ষে আহত ফজলে মাতব্বর ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মোঃ মামুনুর রশিদ জানান, ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।