এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে পর পর চার বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন।
এবারের নির্বাচনে তিনি এক লাখ ৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আফিল উদ্দিনের নিকটতম স্বতন্ত্র প্রার্থী বেনাপোল পৌনসভার সাবেক মেয়র ও জেল আ.লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম লিটন পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট। অপর প্রার্থী লাঙল প্রতীক প্রার্থী মো. আক্তারুজ্জামান পেয়েছেন দুই হাজার ১৫১ ভোট।
সহকারী রির্টানিং অফিসার ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বেসরকারিভাবে শেখ আফিল উদ্দিনকে বিজয়ী ঘোষণা করেন। তিনি বলেন, ‘কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ভোটারদের উপস্থিতি কম থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
১০২টি ভোটকেন্দ্রের ৬৬১টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। এ আসনে মোট দুই লাখ ৯৪ হাজার ৬৯২ জন ভোটারের মধ্যে এক লাখ ৪৭ হাজার ৫৭৬ জন পুরুষ ও এক লাখ ৪৭ হাজার ১১৬ জন মহিলা ভোটার রয়েছে।
এদিকে নির্বাচন চলাকালীন সময়ে সকাল সাড়ে ১০টার দিকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন ৫৫টি ভোট কেন্দ্র থেকে নৌকার সমর্থকরা পুলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া ও ভোটার ও কর্মীদের হুমকি ধামকি দেওয়ার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
নির্বাচনে জয়লাভের পর পরই শার্শা ও বেনাপোলের বিভিন্ন স্থানে বিজয় মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন এলাকার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
শেখ আফিল উদ্দিন বিজয়ের পর তিনি বলেন, এ বিজয় গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার বিজয়। এ বিজয় জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা আর আকাঙ্ক্ষার প্রতিফলন।