ভোট পড়েছে ৪০ শতাংশ: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

ডেক্স রিপোর্টঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোট কেন্দ্র গুলো থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে ৪০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক প্রেসব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।

নির্বাচনের ভোটার উপস্থিতি নিয়ে তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, এখনও ভোট কাস্টিংয়ের পারসেন্টিজ বলা যাচ্ছে না। জেলা থেকে আমরা যে তথ্য এখন পর্যন্ত পেয়েছি তাতে ৪০ শতাংশ ভোট পড়েছে। এ পারসেন্টিজ  বাড়তেও পারে নাও পারে।

তিনি আরও বলেন, আমরা বলবো না আমরা খুব ভালো করেছি। কিন্তু আমরা চেষ্ট করেছি, যতোটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা যায়। নির্বাচনে কিছু কিছু অনিয়মের ঘটনা আমাদের কাছে এসেছে। বেশ কিছু অনিয়মের ঘটনায় ভোটে অনিয়মের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। কিছু কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার শেষ মুহুর্ত্বে একজন প্রার্থীর প্রার্তিতা বাতিল করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ