রাজবাড়ীতে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী- জাহিদ হাসান (২৪) সে টাঙ্গাইলের সদর থানাধীন মাহমুদনগর ইউনিয়নের কুকুরিয়া গ্রামের মোঃ ফজলুল হক এর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (৫ জানুয়ারি) সাড়ে ৩টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন শ্রীদাম দত্ত পাড়া সাকিনস্থ রহমান মন্ডলের চায়ের দোকানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাকা রাস্তার উপর চেকপোষ্ট করে যাত্রীবাহী বাসের যাত্রীবেশী মাদক ব্যবসায়ী জাহিদ হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে ১২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।

আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ