কক্সবাজারে বিপুল পরিমাণ মাদকসহ আটক-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া থানাধীন ডুলহাজরা ইউনিয়নের উলুবুনিয়া এলাকা থেকে ৯৮ বোতল ফেনসিডিল এবং ৩১ কেজি গাঁজা জব্দসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সাড়ে ১০টার সময়  কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ডুলহাজারা ইউনিয়নের উলুবুনিয়া এলাকার রাস্তার মাথায় চট্টগ্রাম-কক্সবাজার গামী মহাসড়কের মা-বাবা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীদ্বয়ের দেহ ও তাদের হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে সর্বমোট ৯৮ বোতল ফেনসিডিল এবং ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা- আকাশ আলম (২৪), পিতা-মৃত রহমত আলী, সাং-টেকপাড়া (মোল্লা বাড়ী), ০৬নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার এবং ২। আব্দুল মোনাফ (২৭) (রোহিঙ্গা), পিতা-মোস্তাক আহম্মেদ, সাং-ক্যাম্প-৪, ব্লক-এ-১১, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, উভয় এ/পি-ক্ষেতচর, বাস্তুহারা, নোমান কলেজ রোড, বুড়ি কলোনী, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ