র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র, মাদকসহ গ্রেফতার-৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ কুখ্যাত মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী এবং পার্শ্ববর্তী দেশ হতে মাদক চোরাকারবারির অন্যতম হোতা ও ইয়াবার গডফাদার খ্যাত নবী হোসেনের অন্যতম সহযোগী মোঃ রফিক আহাম্মেদ @ বারমাইয়া রফিক ও তার একান্ত সহযোগী ফরিদ আলম’কে টেকনাফের হ্নীলা ইউনিয়নস্থ রঙ্গীখালির গহীন পাহাড়ী এলাকা থেকে এবং বড় হাবিব পাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। অভিযানের এসময় বিপুল পরিমান ইয়াবা, আইস, ফেনসিডিল এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যা জানায়, শুক্রবার (২২ ডিসেম্বর) গভীর রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস দল গোয়েন্দা সূত্রে জানতে পারে, কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার সীমান্তবর্তী এলাকা দিয়ে কুখ্যাত মাদক কারবারী বার্মাইয়া রফিক এর মাদক সিন্ডিকেট পার্শ্ববর্তী দেশ হতে বড় একটি মাদকের চালান নিয়ে রঙ্গীখালীর গহীন পাহাড়ী আস্তানায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা দিক-বিদিক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী এবং পার্শ্ববর্তী দেশ হতে মাদক চোরাকারবারির অন্যতম হোতা ও ইয়াবার গডফাদার খ্যাত নবী হোসেনের অন্যতম সহযোগী মোঃ রফিক আহাম্মেদ প্রকাশ বার্মাইয়া রফিক (৪০), পিতা-আব্দুল কাদের, সাং-ওয়াব্রাং সুইচপাড়া এবং তার একান্ত সহযোগী ফরিদ আলম (২৮), পিতা-নুর আলম, সাং-মৌলভী বাজার, উভয়ের ৩নং ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। সেখান থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা থেকে উদ্ধার করা হয় ৩,১৪,০০০ (তিন লক্ষ চৌদ্দ হাজার) পিস ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ২টি ওয়ান শুটার গান এবং ৪ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত বার্মাইয়া রফিকের রেকর্ডপত্র যাচাইন্তে তার বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা ও মাদক’সহ ৩টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।

এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার সময় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের হাবিবপাড়া এলাকার জনৈক সৈয়দুর রহমান এর বসত ঘরে বিপুল পরিমাণ মাদক বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছে এমন তথ্যের প্রেক্ষিতে মাদক বিরোধী পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে রাতের অন্ধকারে ঘর থেকে কৌশলে পালায়নের চেষ্টাকালে সৈয়দুর রহমান (৪৯) এবং আজিজুর রহমান (৪৪), উভয়ের পিতা-মৃত অলিচাঁন, সাং-বড় হাবিবপাড়া, ওয়ার্ড নং ০৮, সদর ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজারদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও বিধি মোতাবেক তাদের বসত ঘর তল্লাশী করে সর্বমোট ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো নিউজ