সোনারগাঁ থানা এলাকা হতে ৪০ কেজি গাঁজা’সহ আটক-২  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের অভিযানে সোনারগাঁ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে সবজি পরিবহনের আড়ালে মাদক ব্যবসায়ীর ৪০ কেজি গাঁজা ও একটি পিকআপ সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মোঃ হাসান মোল্লা (২৫), পিতা- মোঃ আশ্রাব মোল্লা, সাং- ভরপাশা (মোল্লা বাড়ি), থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল এবং মোঃ মিলন মোল্লা (৩২), পিতা- মোঃ জালাল মোল্লা, সাং- বর্ণী, ইউপি- বর্ণী, থানা- টুংগীপাড়া, জেলা- গোপালগঞ্জ ।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার সময়  সিপিএসসি, আদমজীনগর নারায়ণগঞ্জ’এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব জানায়।


এই ক্যাটাগরির আরো নিউজ