বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের সদর থানাধীন ঝিলংজা দক্ষিণ মুহুরীপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৮ ডাকাত’কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
সোমবার (১১ ডিসেম্বর) র্যাবের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের দক্ষিণ মুহুরীপাড়া এলাকাস্থ কক্সবাজার সরকারী কলেজের পিছনে খালেদা মেম্বারের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ের পূর্ব দিকের ঝোপের ভিতরে একটি ডাকাত দল ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল রাত অনুমান ২৩.৩০ ঘটিকার সময় র্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত চক্রটি র্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ চারিদিকে দৌড়ে পলায়নের চেষ্টাকালে চক্রের ৮ ডাকাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ডাকাত চক্রের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা ০১টি রাম দা, ০১টি কাঠের হাতলযুক্ত চাকু, ০২টি টিপ ছুরি, ০২টি ছোট টচ্ লাইট, ০১টি স্ক্রু ড্রাইবার, ০২টি স্মাট ফোন, ০৬টি বাটন ফোন এবং নগদ ৭,৮৫০/- উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত চক্রটির বিস্তারিত পরিচয়- (১) হুমায়ন কবির (২৩), পিতা-মৃত আব্দুলা, সাং-দক্ষিণ মুহুরী পাড়া, ঝিলংজা ইউনিয়ন, সদর মডেল থানা, কক্সবাজার। (২) মোঃ জাহাঙ্গীর আলম (২৬), পিতা-নুর মোহাম্মদ, সাং-চেইন্দা, খন্দকার পাড়া, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার। (৩) মোঃ নুরুল ইসলাম (২৬), পিতা-মৃত লোকমান হাকিম, সাং-দক্ষিণ মুহুরী পাড়া, ঝিলংজা ইউনিয়ন, সদর মডেল থানা, কক্সবাজার। র(৪) আলী হোসেন (২২), পিতা-নুরুল হক, সাং-চেইন্দা, মুড়ার কাচা, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার। (৫) নাজির হোসেন @ নাজু (৩১), পিতা-আব্দুল শুক্কুর, সাং-চেইন্দা, লাহার পাড়া, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার। (৬) ফজল করিম (২৮), পিতা-মৃত নুর আহম্মদ, সাং-চেইন্দা, লাহার পাড়া, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার। (৭) মোঃ দেলোয়ার হোসেন (২১), পিতা-আলতাফ আহম্মদ, সাং-চেইন্দা, খন্দকার পাড়া, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার। (৮) মোঃ আলম (৩৫), পিতা-মৃত হোসেন আহম্মদ প্রকাশ হোসেনজ্জামান, সাং-চেইন্দা ঘোনার পাড়া, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ডাকাত চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।