টেকনাফে বিপুল পরিমাণ বিদেশী মাদক সহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ থানাধীন পর্যটন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৫৬০ ক্যান বিয়ার এবং ৭৫ বোতল অবৈধ বিদেশী মদ উদ্ধারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গ্রেফতারকৃত মাদক কারবারীর- শামসুল আলম (৪৬) সে কক্সবাজারের টেকনাফ মডেল থানাধীন ০২নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়াপাড়া গ্রামের লেঙ্গুরবিল এলাকার আব্দুস সালামের ছেলে।

র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজারের জনৈক জাহাঙ্গীর স্টোর (রশিদ আহাম্মদ এর মালিকানাধীন) নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার (৪ ডিসেম্বর) রাত ১১টার সময় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় মাদক কারবারী দৌড়ে পালানোর চেষ্টাকালে শামসুল আলম নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলায়নকৃত অপর চার মাদক কারবারীর নাম- ঠিকানা প্রকাশসহ সে তার সাথে থাকা বিভিন্ন রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর মাদকদ্রব্য বিয়ার ও বিদেশী মদের বোতল মজুদ আছে বলে জানায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত মাদক কারবারীর হেফাজত হতে সর্বমোট ৭৫টি বিদেশী মদের বোতল এবং ৫৬০টি ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিদেশী মদ ও ক্যান বিয়ার’সহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ