দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজার সদরের হোটেল সিগাল সংলগ্ন ঝাউবন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

সোমবার (৪ ডিসেম্বর) রাত ৮টার সময় র‌্যাবের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের সুগন্ধা সী-বীচ হইতে লাবণী সী-বীচ গামী রাস্তার পাশে হোটেল সিগাল এর পশ্চিম পাশে ঝাউবনের ভিতর একটি ডাকাত দল ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত চক্রটি র‌্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ দিক-বিদিক দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ডাকাত চক্রের হেফাজত হতে সর্বমোট ১টি স্টিলের টিপ ছুরি, ৪টি ছুরি, ১টি স্কু ড্রাইভার, ১টি হাতুড়ি, ১টি টর্চ লাইট, ৪টি মোবাইল (২টি এন্ড্রয়েট এবং ২টি বাটন ফোন), ৫টি সীম কার্ড এবং ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত চক্রটির বিস্তারিত পরিচয়- কক্সবাজার সদর থানাধীন লাইট হাউজ পাড়া গ্রামের আবু তালেবের ছেলে আবু হেনা বাপ্পি (২৭), পাহাড়তলী (ইসলামপুর) গ্রামের আব্দুল কাদেরের ছেলে রনি (২০), বাদশার ঘোনা (খাজা মঞ্জিল) গ্রামের শামসুল আলমের ছেলে মোঃ মঞ্জুর আলম (৩০),সমিতি পাড়া গ্রামের মৃত ফারুক এর ছেলে মোঃ আব্দুল্লাহ (২৫),উত্তর নুনিয়ারছড়া গ্রামের সৈয়দ আহম্মদ এর ছেলে মোঃ আলাউদ্দিন (৪২),বাদশার ঘোনা গ্রামের মৃত আব্দুল মুন্নাফ এর ছেলে মোঃ আমিন (৩৫),নাজিরার টেক গ্রামের মৃত খোকন এর ছেলে মোঃ তারেক (২০),কক্সবাজার বাঁশখালী থানাধীন আলেকশাহ গ্রামের মৃত কাশেম এর ছেলে মোঃ ইসমাইল (৩১)।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ডাকাত চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।


এই ক্যাটাগরির আরো নিউজ