যশোরে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের চাচঁড়া মধ্যপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটককৃত আসামী- মোছাঃ মনি বেগম (৪৮) সে যশোর কোতয়ালী মডেল থানাধীন মোঃ শেখ আজাদের স্ত্রী।

রবিবার (৩ ডিসেম্বর) ডিবি যশোরের এসআই বিপ্লব সরকার, এএসআই আমিরুল ইসলামদ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ১২টা ১০ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ১০ নং চাচঁড়া ইউনিয়নের চাচঁড়া মধ্যপাড়া গ্রামস্থ মোঃ কাইয়ুম আলি, পিতামৃত- নূর ইসলাম এর বাড়ির পিছনে চাচঁড়া টু ভাতুরিয়া গামী পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোছাঃ মনি বেগমকে ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৬০,০০০/= (ষাট হাজার) টাকা।

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ