শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আয়োজনে স্বরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডিবি পুলিশের হাতে জামায়াত নেতা’কে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি শাহিন ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে যুবদল নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা স্থাপনা নির্মাণ বেনাপোলে কম্বল, শাড়ি, ফেন্সিডিল ও মদ সহ মেহেরাব পরিবহন জব্দ  সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা

বেনাপোল থেকে চুরি হওয়া কভার্ড ভ্যান উদ্ধারসহ ৩ চোর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ চুরি মামলার রহস্য উদঘাটন ও ৩ চোরকে গ্রেফতারসহ একটি চোরাই কভার্ড ভ্যান উদ্ধার করেছে জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি)।

আটককৃত আসামী- মাসুম (২০), পিতা- নজরুল ইসলাম, শাহিদুর রহমান (২৬), পিতা- তুহিন হোসেন, সিজান (২০), পিতা- ইকবাল হোসেন বাবু, সর্বসাং- বাহাদুরপুর, থানা- কোতয়ালী, জেলা- যশোর।

গত ৩০ নভেম্বর রাত ৮টার সময় কভার্ড ভ্যানের চালক মাসুদ রানা (৩৫) তার চালিত কভার ভ্যানটি বেনাপাল পার্ট থানাধীন স্থল বন্দরের ২নং গেটের সামনে পাঁকা রাস্তার উপর রেখে বাড়ীতে যায়। এবং পরদিন ১ ডিসেম্বর ভোর সাড়ে ৫টার দিকে উক্তস্থানে গিয়ে দেখে তাহার কভার্ড ভ্যানটি সেখানে নাই। অনেক খোঁজার পরও না পেয়ে জনৈক হাফিজুর রহমান মিলন (৪৭), পিতা মৃত- মোয়াজ্জেম হোসেন, সাং- দূর্গাপুর, থানা-বেনাপাল পোর্ট, জেলা-যশোর, ও সংগীয় ট্রাক চালক মাসুদ রানা (৩৫), পিতা- রবিউল গাজী, সাং-শিকড়ী, থানা- বেনাপাল পোর্ট, জেলা- যশোর থানায় হাজির হইয়া অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করে যে, তাহার নিজ নামীয় ০১টি কভার্ড ভ্যান, যাহার রেজিঃ নং- ঢাকা-মেট্রো-ট-২২-২৯৬৯, মূল্য অনুঃ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা। বেনাপোল পোর্ট থানায় চুরি সংক্রান্ত বিষয়ে একটি মামলা করে। মামলা নং-০৩, তাং- ০২/১২/২৩ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়েছে। মামলাটি এসআই রইচ আহমেদ তদন্ত করছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান সনাক্তপূর্বক ৩ ডিসেম্বর ভোর রাত ২:১৫ ঘটিকা হতে ৪:৩৫ ঘটিকা পর্যন্ত কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত আসামী মাসুম (২০), শাহিদুর রহমান (২৬), সিজান (২০)’দের গ্রেফতার করেন এবং চোরাই কভার্ড ভ্যান উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং চোরাই লাভবান হওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থল হতে কভার্ড ভ্যানটি চুরি করিয়া নিয়ে আসে।


এই ক্যাটাগরির আরো নিউজ