ঝিকরগাছায় মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের ঝিকরগাছা থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ হাফিজুর রহমান নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটককৃত আসামী- মোঃ হাফিজুর রহমান (৩৮) সে যশোরের ঝিকরগাছা থানাধীন হাজিরালী গ্রামের আহম্মদ আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, শনিবার (২ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের সময় ডিবি যশোরের এসআই মোঃ নুর ইসলাম, এসআই মোঃ সাদ্দাম হোসেন, এএসআই সৈয়দ শাহীন ফরহাদ, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোরের ঝিকরগাছা থানাধীন হাজিরালী মহিলা কলেজ মোড়স্থ জনৈক আলমগীরের মায়ের দোয়া থায় এন্ড গ্লাস হাউজ নামক দোকানের সামনে যশোর টু বেনাপোল গামী পাকা রাস্তার উত্তর পার্শ্ব হইতে ৭০০ গ্রাম গাঁজাসহ হাফিজুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য অনুমান ৪২,০০০/-টাকা।

এ সংক্রান্তে এসআই মোঃ নুর ইসলাম বাদী হয়ে যশোর ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ