শার্শা আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় পার্টির প্রার্থী ডাঃ আক্তারুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি : জাতীয় পার্টির প্রার্থী হিসাবে ৮৫ যশোর – ১ (শার্শা) আসনে মনোনায়নপত্র জমা দিলেন, জাতীয় পার্টির শার্শা উপজেলা সভাপতি ডাঃ মো: আক্তারুজ্জামান।

বৃহস্পতিবার বেলা ৩ টা ৫০ মিনিটের সময়, তিনি নেতা কর্মীদের নিয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল এর কাছে এ মনোনায়নপত্র জমা দেন। এসময় উপজেলা নির্বাচন অফিসার কামাল উদ্দিন আহমেদ সহ  উপস্থিত ছিলেন, ডাঃ মো: আক্তারুজ্জামান এর গর্ভধারীণী মাতা মোছা: খাইরুন্নেছা।

এর আগে সকালে, শার্শা উপজেলা দলীয় কার্যালয়ে হিসাবে মনোনয়ন জমা দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, যশোর জজকোর্ট সহকারী আইনজীবী (বিএ, এল এল বি, on study), জাতীয় পার্টির শার্শা উপজেলা সাধারন সম্পাদক মো: আমিনুর রহমান সহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#


এই ক্যাটাগরির আরো নিউজ