শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আয়োজনে স্বরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডিবি পুলিশের হাতে জামায়াত নেতা’কে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি শাহিন ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে যুবদল নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা স্থাপনা নির্মাণ বেনাপোলে কম্বল, শাড়ি, ফেন্সিডিল ও মদ সহ মেহেরাব পরিবহন জব্দ  সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা

যশোরে ৬টি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোর চক্রের ৫জন গ্রেফতার  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ জন গ্রেফতারসহ ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।

আটককৃত আসামী- মোঃ আল আমিন সরদার @ আলমগীর (৪২), পিং-মোঃ মজিদ সরদার, সাং-চিংড়াখালি, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এপি সাং-উপশহর ১নং রোড এ ব্লক, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর, ২। মোঃ সাগর আহম্মেদ নিলু @ রাসেল(২৮), পিং- মোঃ আজিজুল হক, মাতা-জরিনা খাতুন, সাং-ইব্রাহিমপুর (স্কুলপাড়া), থানা-দামড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা, ৩। মোঃ শুভ (২৫), পিং-মৃত আলাউদ্দিন বাবুল, মাতা-মৃত জরিনা বেগম, সাং-গৌড়িহাদ (৩নং ভাগবাড়িয়া), ৪। মোঃ সেলিম রেজা (৩২), পিং-মোঃ মইনুল হক, মাতা-মোছাঃ সাবানা খাতুন, সাং-কান্তপুর, উভয় থানা- আলমডাংগা, জেলা-চুয়াডাঙ্গা’ ৫। মোঃ আয়ুব আলী মালিথা (৫৮), পিং-মৃত জাকের মালিথা পাশা মালিথা, মাতা-মৃত ছিয়ার নেছা, সাং-গোয়ালগ্রাম (জোয়াদ্দারপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া,

জানা যায়, ১/০৮/২০২৩ তারিখ রাতে জনৈক মোঃ জাহিদুল ইসলাম (৩২), পিতা-মোঃ আব্বাচ আলী, মাতা-মোছাঃ মঞ্জুয়ারা খাতুন, সাং-তেঘরিয়া, পোঃ গাজীর দরগা, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর এর বসতবাড়ী থেকে একটি নীল রংয়ের ১৫০ সিসি পালসার ডবল ডিক্স মোটরসাইকেল, যার রেজিঃ নং-যশোর-ল-১৩-৫৬৮৪, চুরির ঘটনাসহ যশোর শহর ও শহরতলীর বিভিন্ন এলাকার একাধিক মোটরসাইকের চুরির ঘটনায় এলআইসি টিমের কনষ্টেবল আব্দুল বাতেন তথ্য প্রযুক্তির মাধ্যমে চোর চক্রকে সনাক্ত করলে এসআই আরিফ হোসেন ও রাজেশ দাশ দ্বয়ের সমন্বয়ে একটি চৌকশ টিম ইং ২৭/১১/২০২৩ তারিখ বিকাল ৪টার সময় তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে যশোর কোতয়ালী মডেল থানাধীন উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মোটরসাইকেল চোর আল-আমিন সরদার আলমগীরকে চুরি কাজে ব্যবহৃত মাষ্টার চাবি ও ১টি চোরাই সন্ধিগ্ধ মোটরসাইকেলসহ গ্রেফতার করে তার স্বীকারোক্তি মতে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় অভিযান পরিচালনা করে চোর চক্রের আরো ৪ সদস্যকে গ্রেফতার করে তাদের হেফাজতে থাকা উল্লেখিত নীল রংয়ের পালসার গাড়িসহ মোট ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যশোর কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৫, তারিখ-২৬/১১/২০২৩ ইং, ধারা-৩৮০ পেনাল কোড মুলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা


এই ক্যাটাগরির আরো নিউজ