যশোরে ৬টি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোর চক্রের ৫জন গ্রেফতার  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ জন গ্রেফতারসহ ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।

আটককৃত আসামী- মোঃ আল আমিন সরদার @ আলমগীর (৪২), পিং-মোঃ মজিদ সরদার, সাং-চিংড়াখালি, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এপি সাং-উপশহর ১নং রোড এ ব্লক, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর, ২। মোঃ সাগর আহম্মেদ নিলু @ রাসেল(২৮), পিং- মোঃ আজিজুল হক, মাতা-জরিনা খাতুন, সাং-ইব্রাহিমপুর (স্কুলপাড়া), থানা-দামড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা, ৩। মোঃ শুভ (২৫), পিং-মৃত আলাউদ্দিন বাবুল, মাতা-মৃত জরিনা বেগম, সাং-গৌড়িহাদ (৩নং ভাগবাড়িয়া), ৪। মোঃ সেলিম রেজা (৩২), পিং-মোঃ মইনুল হক, মাতা-মোছাঃ সাবানা খাতুন, সাং-কান্তপুর, উভয় থানা- আলমডাংগা, জেলা-চুয়াডাঙ্গা’ ৫। মোঃ আয়ুব আলী মালিথা (৫৮), পিং-মৃত জাকের মালিথা পাশা মালিথা, মাতা-মৃত ছিয়ার নেছা, সাং-গোয়ালগ্রাম (জোয়াদ্দারপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া,

জানা যায়, ১/০৮/২০২৩ তারিখ রাতে জনৈক মোঃ জাহিদুল ইসলাম (৩২), পিতা-মোঃ আব্বাচ আলী, মাতা-মোছাঃ মঞ্জুয়ারা খাতুন, সাং-তেঘরিয়া, পোঃ গাজীর দরগা, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর এর বসতবাড়ী থেকে একটি নীল রংয়ের ১৫০ সিসি পালসার ডবল ডিক্স মোটরসাইকেল, যার রেজিঃ নং-যশোর-ল-১৩-৫৬৮৪, চুরির ঘটনাসহ যশোর শহর ও শহরতলীর বিভিন্ন এলাকার একাধিক মোটরসাইকের চুরির ঘটনায় এলআইসি টিমের কনষ্টেবল আব্দুল বাতেন তথ্য প্রযুক্তির মাধ্যমে চোর চক্রকে সনাক্ত করলে এসআই আরিফ হোসেন ও রাজেশ দাশ দ্বয়ের সমন্বয়ে একটি চৌকশ টিম ইং ২৭/১১/২০২৩ তারিখ বিকাল ৪টার সময় তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে যশোর কোতয়ালী মডেল থানাধীন উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মোটরসাইকেল চোর আল-আমিন সরদার আলমগীরকে চুরি কাজে ব্যবহৃত মাষ্টার চাবি ও ১টি চোরাই সন্ধিগ্ধ মোটরসাইকেলসহ গ্রেফতার করে তার স্বীকারোক্তি মতে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় অভিযান পরিচালনা করে চোর চক্রের আরো ৪ সদস্যকে গ্রেফতার করে তাদের হেফাজতে থাকা উল্লেখিত নীল রংয়ের পালসার গাড়িসহ মোট ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যশোর কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৫, তারিখ-২৬/১১/২০২৩ ইং, ধারা-৩৮০ পেনাল কোড মুলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা


এই ক্যাটাগরির আরো নিউজ