যশোরে ৪০০ পিস ইয়াবা জব্দ, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের কোতয়ারী মডেল থানাধীন হামিদপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটকৃত আসামী- ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাধীন দয়াপুর গ্রামের অলিয়ার রহমান (৩৫), যশোরের কোতয়ালী থানাধীন পূর্ব বারান্দিপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম রাজন (২৪),বরগুনা জেলার আমতলী থানাধীন চকরগাছি গ্রামের হালিম হাওলাদারের মেয়ে সুমি আক্তার (২২)।

সোমবার (২৭ নভেম্বর) ডিবি যশোরের এসআই শাহীনুর রহমান, এসআই বিপ্লব সরকার, এএসআই আমিরুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানাধীন ১২নং ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামস্থ মোশারফ এর বাড়ীর ভাড়া বাসা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী অলিয়ার রহমান, তাইজুল ইসলাম রাজন ও সুমি আক্তারকে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১ লাখ ২০ হাজার টাকা।

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ