৫৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লার চোদ্দগ্রামে ৫৬ কেজি গাঁজাসহ লিটন মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লিটন উপজেলা চিওড়া ইউনিয়নের চরপাড়া এলাকার ইদন আলীর ছেলে।

আজ সোমবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

পুলিশ জানায়, গতকাল বোরবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই আবদুল কুদ্দুসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আমানগন্ডা তাকিয়া আমগাছ এলাকার কেন্দ্রীয় কবরস্থান গেটের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লিটনকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটনের অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, গাঁজাসহ আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) আদালতের মাধ্যমে লিটন মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ