অপহৃত তৌহিদুল’কে উদ্ধার করেছে র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজার সদর থানাধীন লিংকরোড এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত তৌহিদুল নামে একজন ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ জানায়, গত ১৭ নভেম্বর ২০২৩ তারিখ কক্সবাজার সদর থানাধীন জনৈক আবুল বশর র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’তে অভিযোগ দায়ের করেন যে, গত ১৫ নভেম্বর ২০২৩ তারিখ রাত অনুমান সাড়ে ৮টার সময় কক্সবাজার সদর থানাধীন পৌরসভাস্থ দক্ষিণ কলাতলী এলাকা হতে তার ছেলে মোঃ তৌহিদুল ইসলাম অপহরণের স্বীকার হয় এবং অপরহরণকারীরা চার লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।

পরবর্তীতে ভিকটিমের পরিবার ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে র‌্যাবের স্মরণাপন্ন হয় এবং কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন। যার জিডি নং ১২৬১, তাং ১৮/১১/২০২৩।

এ বিষয়ে র‌্যাব-১৫, কক্সবাজার অভিযোগ পাওয়ার পর থেকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর ২০২৩ তারিখ র‌্যাব-১৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন লিংকরোড এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম মোঃ তৌহিদুল ইসলাম (১৪), পিতা-আবুল বশর, সাং-নয়াপাড়া, থানা ও জেলা-কক্সবাজার’কে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।


এই ক্যাটাগরির আরো নিউজ