বিশেষ প্রতিনিধিঃ দূর্লভ মাদক আফিম পাচারকালে বান্দরবান সদরের হাফেজ ঘোনা এলাকা থেকে তিন কোটি টাকা মূল্যের ৩.২ কেজি আফিম উদ্ধারসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
রোববার (১৯ নভেম্বর) রাতে দূর্লভ মাদকদ্রব্য আফিমের একটি বড় চালানসহ একজন মাদক কারবারী থানচি হতে বান্দরবানের দিকে আসছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পার্বত্য জেলার সদর থানাধীন বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ হাফেজ ঘোনার রুমা বাস স্টেশন ইছহাক মার্কেটে মেসার্স মক্কা অয়েল এজেন্সীর সামনে থানচি টু বান্দরবান পাকা সড়কের উপর র্যাব-১৫ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি হাতে থাকা একটি শপিং ব্যাগসহ সন্দেহজনকভাবে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাবের আভিযানিক দল মাদক ব্যবসায়ী অনারাম ত্রিপুরা নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ০৩ কেজি ২০০ গ্রাম আফিম উদ্ধার করে। উদ্ধারকৃত অবৈধ আফিম এর আনুমানিক মূল্য প্রায় তিন কোটি দুই লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।