শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আয়োজনে স্বরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডিবি পুলিশের হাতে জামায়াত নেতা’কে হত্যার ঘটনায় ৫ জন গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি শাহিন ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার  ফরিদপুরে যুবদল নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল পাকা স্থাপনা নির্মাণ বেনাপোলে কম্বল, শাড়ি, ফেন্সিডিল ও মদ সহ মেহেরাব পরিবহন জব্দ  সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা

বাগেরহাটে চাঞ্চল্যকর ইমরান হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ গত ৩১ অক্টোবর ২০২৩ তারিখে বাগেরহাট জেলার কচুয়া থানাধীন কলমিবুনিয়া গ্রামে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে ইমরান শেখ (২২) পিতা- মোঃ আব্দুল জলিল শেখ (৫৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত ইমরান শেখ (২২) বাগেরহাট জেলার কচুয়া থানাধীন শাখারীকাঠি বাজারে একটি মুদিখানা ও চায়ের দোকান চালাতো। ঘটনার দিন সকালে পারিবারিক কথাবার্তার এক পর্যায়ে আসামী রাব্বী শেখের সাথে নিহত ইমরান শেখ (২২) এর সাথে ঝগড়া বিবাদ হয়। তাৎক্ষনিকভাবে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা হলেও আসামী মোঃ শাকিল শেখ (২৫) ও মোঃ রাব্বি শেখ বিষয়টি নিয়ে ক্ষিপ্ত থাকে।

নিহত ইমরান শেখ একই দিন দুপুরের দিকে তার মুদি দোকানে গেলে আসামী মোঃ শাকিল শেখ , মোঃ রাব্বি শেখ ও আসামী মোছাঃ মনজিলা বেগম একত্রে নিহত ইমরান শেখের দোকানে গিয়ে পুনরায় ঝগড়া শুরু করে এবং তাদের সাথে করে নিয়ে আসা কাঠের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে আসামীরা ইট দিয়ে ইমরান শেখ এর মাথায় স্বজোরে আঘাত করলে সে গুরুতর আহত হয় এবং অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, বাগেরহাটে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে এবং চিকিৎসাধীন অবস্থায় রাতে ইমরান মৃত্যুবরণ করেন।

এ ঘৃণ্য হত্যাকান্ডটি জনমনে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। হত্যাকান্ডরে বিষয়ে জানতে পেরে র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে ও হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ (সদর কোম্পানী), খুলনা ও র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি চৌকস অভিযানিক দল ১৬ নভেম্বর ২০২৩ ইং দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে পটুয়াখালীর কুয়াকাটা এলাকা হতে সূত্রোক্ত হত্যা মামলার মামলার মোঃ শাকিল শেখ (২৫) ও মোঃ রাব্বি শেখ (১৯) উভয় পিতা- মোঃ মহসিন শেখ, সাং- কলমিবুনিয়া, থানা- কচুয়া, জেলা- বাগেরহাটদ্বয়কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বাগেরহাট জেলার কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ