শার্শায় ১৪ লাখ টাকার গাঁজা জব্দ, আটক-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শা থানাধীন বহিলাপোতা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা জব্দ সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোড়পাড়া পুলিশ।
আটককৃত আসামি- বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে মোঃ আলম শেখ (৩৮) ও মানিকিয়া গ্রামের  মোঃ সাজেদ আলীর ছেলে মোঃ লাল্টু মোড়ল (৩৫)।
পলাতক আসামীঃ বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর মোঃ ওলিয়ার রহমানের ছেলে মোঃ হাবিবুল্লাহ ওরফে হাববুল্লাহ (৩০) ও মৃত রিয়াজুল মল্লিকের ছেলে মোঃ সামাজুল ওরফে টেন্ডেল (২৮)।
বুধবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে গাঁজা সহ তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা থানাধীন দূর্গাপুর গ্রাম হইতে বহিলাপোতা গ্রামের দিকে পায়ে হেটে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা নিয়ে আসছে। এমন খবরে গোড়পাড়া পুলিশ ক্যাম্প, শার্শা থানা, যশোরে কর্মরত এসআই মোঃ সালাউদ্দিন খান, এএসআই মোঃ আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ শার্শা থানাধীন লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল জব্বার (ইউপি সদস্য) এর বাড়ির অনুমান ১০০ গজ দক্ষিনে বিদ্যুতের খুটির সামনে ইটের রাস্তার উপর পৌছাইলে চারজন ব্যক্তি কাধে বস্তা সহ পায়ে হেটে আসতে দেখে থামার সংকেত দেয়। এসময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টাকালে নিয়ে নিজ কাঁধে বহন করা অবস্থায় দুটি বস্তাসহ আলম ও লাল্টু নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় অপর দুই ব্যক্তি দুটি বস্তা ফেলে কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
উপস্থিত সাক্ষী সহ আরো অনেকের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয়ের কাধে থাকা লাল-হলুদ রংয়ের ২টি প্লাস্টিকের বস্তা ও ফেলে পালিয়ে যাওয়া অপর আসামীদের ২টি বস্তা তল্লাশীকালে বস্তার ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো পলিথিনের ভিতরে থাকা অবস্থায় সর্বমোট ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
জব্দকৃত মাদকের মূল্য অনুমান ১৪ লাখ ৪০ হাজার টাকা। বিপুল পরিমাণ এই মাদক উদ্ধার পূর্বক ১৫ নভেম্বর ২২.২৫ ঘটিকায় ঘটনাস্থলে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন।
রুজুকৃত মামলাঃ শার্শা থানার মামল নং-১৫, তারিখঃ ১৫/১১/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ রুজু করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ