দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনায়, শার্শায় আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

খোরশেদ আলম, বিশেষ প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ ২০২৪ সাল- নির্বাচনের তফসিল ঘোষনায়, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ সদস্য নাজমুল হাসানেের পক্ষে যশোরের শার্শায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধা ৭ টায়, বাংলাদেশ নির্বাচন কমিশনার সচিবালয় এর প্রধান নির্বাচন কমিশনার আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা’ করেন, আর সেই আলোকে ওই সময়ের পরপরই ৮৫ যশোর-১ শার্শা আসনে দলীয় নৌকা মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সদস্য, ও ফার্মেসী গ্রাজুয়েটস্ এসোসিয়েশন বাংলাদেশ এর যুগ্ম-সাধারণ সম্পাদক যশোরের শার্শার কৃতি সন্তান নাজমুল হাসানের পক্ষে, শার্শায় আনন্দ মিছিল করেছে। এতে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের অন্যান্য সকল নেতৃবৃন্দ।

এসময় নেতৃত্ব দেন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার শাহরিন আলম বাদল।

আনন্দ মিছিলটি শার্শা বাজার এলাকা হয়ে শার্শা থানার মোড়ে শেষে এবং পূণরায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সামনে এসে এ সময় জামায়াত বিএনপি’র হরতালের বিরোধী বিভিন্ন শ্লোগান সহ কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

আনন্দ মিশিল শেষে উপজেলা যুবলীগের সদস্য মালিকুজ্জামান সুজন বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ শার্শা আসনের এমপি হিসাবে শার্শার প্রিয়মূখ যুবলীগের সদস‍্য নাজমুল হাসানকে নৌকা প্রতীক দিয়ে ক্ষমতায় এনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ণের অগ্রযাত্রাকে তরান্বিত করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে ভোটের মাঠে কাজ করতে হবে।

এ সময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবলীগের সদস্য ও ১০ নং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সাবেক মেম্বার মহিউদ্দিন আলম তোতা, উপজেলা যুবলীগের সদস্য কাজী মালিকুজ্জামান সুজন, উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, , সাবেক সাবেক ছাত্রলীগ নেতা নাভারণ ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ফেরদৌস চৌধুরী রাজু, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ শার্শা উপজেলা শাখার সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহেদ, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কায়বা ইউনিয়ন পরিষদের মেম্বর আলমগীর কবির বদু, আজিজুর রহমান মেম্বর, যুবলীগ নেতা কমিরুজ্জামান কবির, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান শিপলু, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগ নেতা তরিকুল ইসলাম, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সদস্য মফিজুর রহমান, কায়বা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জামান, আঃ সালাম, উত্তম কুমার, রিপন ছাত্রলীগ নেতা ডিকুল, সানি সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এই ক্যাটাগরির আরো নিউজ