কুমিল্লায় ২০ কেজি গাঁজা’সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লার লাকসাম থানাধীন মুদাফরগঞ্জ এলাকা বিশেষ অভিযান চালিয়ে হতে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি সিএনজি সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১।

আটককৃত আসামী- শরীয়তপুর জেলার ডামুড্যা থানার নানরা গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে মোঃ সাগর ইসলাম (২৬); ২। মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার কাটাখালী গ্রামের নুরুল ইসলাম এর ছেলে ফয়সাল আহমেদ এবং ৩। কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার গাসিয়াল গ্রামের আব্দুল লতিফ এর ছেলে মোঃ সবুজ (২৫)।

র‌্যাব জানায়, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলার লাকসাম থানাধীন মুদাফরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি সিএনজি সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব জানায়।


এই ক্যাটাগরির আরো নিউজ