বেনাপোলে ফেনসিডিল সহ মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সীমান্ত ঘেঁসা ০১নং ওয়ার্ড সাদীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিল সহ আলমগীর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃত আসামী- মোঃ আলমগীর হোসেন (৪২) সে বেনাপোল পৌরসভার ০১নং ওয়ার্ড সাদীপুর গ্রামের মাঠপাড়ার মোঃ তাহাজ্জত আলী’র ছেলে।

পুলিশ জানায়, বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার সময় বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর মাঠপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ আলমগীর হোসেন (৪২) এর বসত বাড়ীর গোয়াল ঘরের গরুর খাবার চাড়ীর ভিতরে ৯০ (নব্বই) বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত মাদকের মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ