মিঠাছড়িতে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি নিজেরপাড়া এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় মোঃ জাবেদ (৩৭), পিতা-মৃত জাফর আহম্মদ প্রকাশ জাফর মেম্বার, সাং- জলদাস পাড়া, ৫নং ওয়ার্ড, বাজারকুল ইউনিয়ন, থানা-রামু, জেলা-কক্সবাজার।

র‌্যাব জানায়, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ হতে পায়রা বাস সার্ভিসের একটি মিনিবাস যোগে লিংকরোড সড়ক হয়ে একজন ব্যক্তি মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) নিয়ে কক্সবাজার শহরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে (১২ নভেম্বর)রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার এর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ৮নং ওয়াডের্র নিজেরপাড়া এলাকায় হাজী রোমান আলী উচ্চ বিদ্যালয়ের সামনে টেকনাফ-কক্সবাজার লিংকরোড গামী সড়কের উপর অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে। উক্ত চেকপোষ্টে তল্লাশী করার একপর্যায়ে পায়রা বাস সার্ভিসের একটি মিনিবাস (যাহার রেজিঃ নং-চট্র মেট্রো-ব-১১-১২২৯) গাড়ীটির একজন যাত্রী বাসটি থেকে সন্দেহজনকভাবে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীত উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত হতে নগদ ৫,৩০০ (পাঁচ হাজার তিনশত) টাকাসহ সর্বমোট ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ