বিশেষ প্রতিনিধিঃ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের নেতৃত্বে। সঙ্গীও ফোর্স, নৌ পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ ২০২৩ অভিযান পরিচালিত হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে এ সময় ১৯ জন জেলেকে আটক, ৫০ কেজি মা ইলিশ ও ১ লক্ষ মিটার জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ১৫ জন জেলের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ৪ জনকে ২০০০ টাকা করে জরিমানা করেন।
আটককৃত মাছ মাদ্রাসায় বিতরণ করা হয় ও জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয়।