বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া থানাধীন আমানপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২০০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ৪১,৫০০ টাকা জব্দসহ বাবর নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গ্রেফতারকৃত মাদক কারবারী- আবু তৈয়ব @ বাবর (৫২) পিতা-মোঃ হোসেন, সাং-দানু সরদার পাড়া, ৪নং ওয়ার্ড, ০১নং আলীকদম ইউনিয়ন থানা-আলীকদম, জেলা-বান্দরবান, এ/পি সাং- সওদাগর পাড়া, ২নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা- কক্সবাজার।
র্যাব জানায়, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ আমানপাড়া পুরাতন জামে মসজিদের উত্তর পার্শ্বের রাস্তার উপর কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে (২৩ অক্টোবর)৫টার সময় র্যাব-১৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানিক দল অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে আবু তৈয়ব নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ৩,২০০পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৪১,৫০০টাকা এবং ০১টি এন্ড্রয়েট মোবাইল (০২টি সীমসহ) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।